জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে সরকার

তাজুল ইসলাম নয়ন॥ বাংলাদেশের নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি দিতে হবে না। তবে জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর থেকে পাঁচ বছর পর্যন্ত নিবন্ধনের জন্য দেশে ২৫ টাকা ও বিদেশে এক মার্কিন ডলার ফি দিতে হবে। ২০১৭ সালের মার্চে এ ফি নির্ধারণ করা হয়েছিল দেশে ১০০ টাকা ও বিদেশে দুই মার্কিন ডলার।      nebondon fee is decriease
জন্ম বা মৃত্যুর পাঁচ বছর পর নিবন্ধনের জন্য এখন দেশে ৫০ টাকা ও বিদেশে এক মার্কিন ডলার গুনতে হবে। আগে এই ফি দেশে ২০০ টাকা ও বিদেশে চার মার্কিন ডলার ছিল। জন্ম বা মৃত্যুর ১০ বছর পর নিবন্ধনের জন্য এতদিন দেশে ৫০০ টাকা ও বিদেশে ১০ মার্কিন ডলার ফি নির্ধারিত ছিল। তবে সংশোধিত বিধিমালায় জন্ম বা মৃত্যুর ১০ বছর পর নিবন্ধনের কোনো সুযোগ রাখা হয়নি। এ ছাড়া জন্ম তারিখ ছাড়া যে কোনো তথ্য সংশোধনের জন্য এখন দেশে দিতে হবে ১০০ টাকা ও বিদেশে দুই মার্কিন ডলার। আগে যা দেশে ৫০০ টাকা ও বিদেশে ১০ মার্কিন ডলার ছিল।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি এখন থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে। আগে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে দেশে ১০০ টাকা ও বিদেশে দুই মার্কিন ডলার ফি দিতে হতো। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ফি দেশে ৫০ টাকা ও বিদেশে এক ডলার পুনর্র্নিধারণ করা হয়েছে। আগে এই ফি ছিল দেশে ১০০ টাকা ও বিদেশে দুই ডলার।
জন্ম নিবন্ধন সনদে ব্যক্তির নাম, লিঙ্গ, জন্ম তারিখ, জন্মস্থান, বাবা-মায়ের নাম, জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা সম্পর্কিত তথ্য থাকে। পাসপোর্ট, বিয়ে নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরিতে নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ব্যাংক হিসাব খোলা, আমদানি ও রপ্তানির লাইসেন্স, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তি, বাড়ির নকশা অনুমোদন, গাড়ি নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র পেতে এই সনদের প্রয়োজন হয়।
মৃত্যু নিবন্ধন সনদে মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান, লিঙ্গ, বাবা-মা বা স্বামী-স্ত্রীর নাম থাকে। মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তির মতো কাজে এই সনদের প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published.