আদিত্ব্য কামাল॥ ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ অপহরনকারী চক্রের সক্রীয় তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গত ২০ ডিসেম্বর বুধবার সকালে শহরের বিরাসার এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জলি আক্তার (৩২), কলি বেগম (২২) ও রাসেল মিয়া (১৮)। অপহৃত হুমায়ূন কবির জেলার আশুগঞ্জের দূর্গাপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে। এ ঘটনায় তার ছেলে রাজিব মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ূন কবির নামের এক ব্যক্তিকে কৌশলে আটক রেখে মুক্তিপণ দাবি করে অপহরণ কারীরা। আমরা অপহৃত ব্যক্তির পরিবারের তথ্য মোতাবেক বিকাশে টাকা আনার সূত্র ধরে নারীসহ ৩ অপহরণকারী দলের সক্রীয় সদস্যদের আটক করি। এরা দীর্ঘদিন যাবৎ সংবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে শহরসহ আশপাশ এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘঠিত করছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অপহরণের ঘটনা সহ অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে নানান অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
শুভ বড় দিন
সবাইকে বড় দিনের শুভেচ্ছ। ঈসা আল মসীহের আগমনের মাহাত্ব বোঝার তৌফিক সকলেরই হউক। ঈসা মসীহের আগমনের তাৎপর্যকে প্রত্যেকের জীবনে কাজে লাগিয়ে সামনে চলার অঙ্গিকারই হউক আমাদের জীবনের পাথেয়।