যুক্তরাষ্ট্র বিশ্বে একঘরে হয়ে পড়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলেক্সি পুশকোভ বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদে জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে যা আমেরিকার জন্য বড় পরাজয়।   usa now alone rasia
তিনি শুক্রবার তার টুইটার পেইজে লিখেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ও নাৎসিবাদ সংক্রান্ত দুটি প্রস্তাব পাস হয়েছে। দুটি প্রস্তাবেরই বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমেরিকা। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্য দেশের ভোটে দুটি প্রস্তাবই পাস হয়েছে। আমেরিকা যে বিশ্বে একঘরে হয়েছে এটি তার প্রমাণ।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে আমেরিকা পরাজিত হয়েছে।
বৃহস্পতিবার ফিলিস্তিনের জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে অনেকটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য দেশ। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দিয়েছে। আর বিপক্ষে অর্থাৎ আমেরিকার পক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ। এছাড়াও ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published.