কলিম উল্লাহ, মনোহরগঞ্জ প্রতিনিধি॥ “কুমল্লিা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ ) আসনে আ’লীগরে প্রার্থী বদলরে দাবী উঠেেছ বেশ জোরেশোরে। ক্ষমতাসীন দলের প্রার্থী ও বর্তমান সংসদের বিরুদ্ধে নানাহ দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম এমনকি আত্মীয়করণের অভিযোগ উঠেছে। তৃনমূলের নেতা এবং দলীয় কর্মী ও সমর্থকদের প্রাণের প্রীয় উদীয়মান তরুন নেতা দেলোয়ার হুসেন ফারুক দলের প্রাণ চাঞ্চল্য ফিরে এনেছেন এবং দলকে সু সংগঠিত করেছেন। ভোটারদের দাবী ফারুকের মনোনয় নিশ্চিত করা। দলীয় হাই কমান্ড পুরোনো ঘুণেধরা প্রার্থী বদলে নতুন কেতন উড়ানো জয়গানকে সমর্থন ও ঠায় দেয়া।
মৌলভী হুজুর নর্বিাচতি হওয়ার এক বছররে মধ্যইে তাকে নিয়ে দলে নানা অভিযোগ উঠেছে। নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। ক্ষমতাসীনদের এ অবস্থার মধ্যে বিএনপিও ভালো নেই। দলটি প্রকাশ্যেই দুভাবে বিভক্ত।
কেন্দ্রীয আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক দীর্ঘদিন ধরে গণসংযোগ এবং নানা সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে এলাকায় ক্লিন ইমেজ গড়ে তুলেছেন। সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হলে আসন ধরে রাখার জন্য ফারুকই এখানে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। হাইকমান্ডের ভাবনাও এবার তাকে নিয়ে। সময়ই বলে দিবে দলের কান্ডারী কে হবে। নির্বাচনী বিজয় মালা কে পড়বে ও শেখ হাসিনাকে কে দেবে বিজয়ের নিশ্চয়তা ও বিজয়ী মুকুট।