তাজুল ইসলাম নয়ন॥ অর্থনীতির উন্নয়নের কারণে দেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারসের তত্ত্বাবধানে জরিপটি করেছে আইআরআই। গত ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার ওই জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলে বলা হচ্ছে, বর্তমান সরকারের প্রতি ৬৮ শতাংশ মানুষের আস্থা রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ বলেছেন, ‘শেখ হাসিনার অধীনেই বাংলাদেশে পরবর্তী নির্বাচন হওয়া উচিৎ বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে, দেশে উন্নয়ই বেশি জরুরি।
বলিষ্ঠ নেতৃত্ব, তরুণদের অংশগ্রহণ, নারীদের প্রতি দায়িত্ববোধ, বিশ্বাসযোগ্যতা, ইতিবাচক নীতি, গণতান্ত্রিক সংস্কার, দারিদ্র্য বিমোচন এবং দুর্নীতি দমনে কোন দলের প্রতি বাংলাদেশের মানুষ বেশি আস্থা রাখছে তাও জানতে চেয়েছিলেন জরিপকারীরা।
উত্তরে দেখা যাচ্ছে, প্রতিটি ভাগেই বিএনপির চেয়ে অনেক এগিয়ে আছে আওয়ামী লীগ। যেখানে ৫৪ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগে বলিষ্ঠ নেতৃত্ব আছে বলে মনে করছেন, সেখানে বিএনপির পক্ষে বলেছেন ২২ শতাংশ। শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক অস্থিরতা ও জাতিগত বিভাজন দূর করার ক্ষেত্রেও আওয়ামী লীগকে বিএনপির তুলনায় বেশি সক্ষম বলে মনে করেন অধিকাংশ উত্তরদাতা। আইআরআই বলছে, ৮০ শতাংশের বেশি মানুষ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী। তাদের নিজেদের আর্থিক সক্ষমতা বেড়েছে। তারা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে এই সক্ষমতা আরো বাড়বে। আইআরআই এশিয়া বিষয়ক পরিচালক ড্রেক লুইটেন বিবিসিকে বলেন, বাংলাদেশের মানুষের কাছে অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বলে বোঝা যাচ্ছে, যদিও প্রবৃদ্ধি বজায় রাখতে হলে সবক্ষেত্রেই স্থিতিশীলতা ধরে রাখতে হবে।
বিশ্বের অনেক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরিপ ও গবেষণা করে আইআরআই। বাংলাদেশেও ২০০৮ সাল থেকে জরিপ পরিচালনা করে আসছে সংস্থাটি।