কসবা ও আখাউড়া বাসীকে নব বর্ষের শুভেচ্ছা

বিসমিল্লাহির রাহমানীর রাহিম
আছসালামু আলাইকুম,
suvessa bejoy debos anisul hq law ministerপ্রীয় এলাকাবাসী, ইংরেজী নববর্ষের  শুভেচ্ছা নিবেন। পুরাতন বছরের সকল গ্লানিকে ধুয়ে মুছে পরিস্কার হৃদয়ে নতুন বছরের শুরু হউক আমাদের নিত্য নতুন উন্নয়ন চাহিদার সমন্বয়ে। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকব। আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনের সকল কর্মকান্ড পরিচালিত করব। আপনাদের অংশগ্রহণে সকল উন্নয়ন সাধিত হবে। আপনাদেরকে ঘীরেই আমার স্বপ্ন এবং সাধনা। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তবে একটি আছে আর সেটি হলেন আপনারা।
এই কসবা এবং আখাউড়াতে থাকবে না কোন মতভেদ এবং বিভেদ ও বিভাজন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই এই দুই উপজেলার উন্নয়ন সাধিত করিব এবং বাংলাদেশের মানচিত্রে কসবা এবং আখাউড়াকে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর করে রূপদান করব।
এই কসবা এবং আখাউড়ার ইতিহাস সমৃদ্ধ আর এই সমৃদ্ধ ইতিহাসকে আরো সমৃদ্ধ করতে প্রয়োজন আপনাদের সহয্গোীতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমি আপনাদের সহযোগীতা চাই আর আমার প্রচেষ্টায় অংশীদারি করে রাখতে চাই।
২০১৮ নির্বাচন আসন্ন এবং ঐ নির্বাচনে আমি আপনাদেরকে আমার পাশে চাই। আপনাদের সমর্থন নিয়ে আবারও আপনাদের উন্নয়নের পাশে থাকতে চাই। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা এমনকি আগামীর পথচালায় নিশ্চয়তা নিয়ে বসবাস করতে চাই।
আপনাদের কল্যাণের তরে আমার বাকি জীবন আপনাদের সঙ্গে থেকে সুখে ও দু:খে একসঙ্গে এগিয়ে যেতে চাই। সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করতে চাই ন্যায়-নীতি ও সততার ভিত্তিতে। শান্তি ও শৃঙ্খলায় ফিরিয়ে যেতে চাই জীবনের সকল স্তরে।
আগামী দিনের অসমাপ্ত কাজের সফল বাস্তবায়নকারী এবং অংশীদার আপনাদেরকে করতে চাই। এই আশা করেই আমার ইচ্ছাটুকু আপনাদের মুল্যায়ন ও বাস্তবায়নের জন্য রাখলাম। আশা করি আপনারা ২০১৮ তে এই আশা বাস্তবায়নার্থে এগিয়ে আসবেন।
আমি আনিছুল হক সকলের এবং আমার কর্মকান্ড সকলকে ঘীরে। তাই আমি আমার আহবান এবং আপনাদের দায়িত্বটুকু আপনাদের হাতে তুলে দিয়ে আগামীর শুভ প্রতিক্ষায় আজকের মত বিদায়।
সবাই ভাল থাকুন এবং আমাকে ভাল রাখুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজিবী হউক।

Leave a Reply

Your email address will not be published.