খালেদা জিয়ার বিষয়টি আদালত নির্ধারণ করবে

রাইসলাম॥ আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করে না। মন্ত্রীর ছেলেও কারাগারে আছেন। সুতরাং দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কি হবে সেটি আদালতই নির্ধারণ করবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।      ok tels about haleda case jugement
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের বলেন, এ নিয়ে আওয়ামী লীগের চাওয়ার কিছু নেই। বেগম খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হলে আদালত তাকে খালাস দিবে, এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি বলেন, দোষ করলে শাস্তি পেতে হবে। আমাদের ছাত্রলীগের ছেলেরাও অপরাধ করলে জেলে যায়। আমাদের এমপিরাও দুর্নীতির মামলায় কারাগারে যান।
ওবায়দুল কাদের এ সময় সরকারের উন্নয়ন কাজের নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.