প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্য ও জনগনের জন্য উৎসর্গীকৃত বিশ্বস্বৃকৃতি

নয়ন॥ মানবতার নেত্রী, সততার দৃষ্টান্ত স্থাপনকারী, কঠোর পরীশ্রমীর উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের উন্নয়ন ও শান্তির কান্ডারী মমতাময়ী আওয়ামী লীগের দিশা শেখ হাসিনা এ যাবত কাল দেশের কল্যাণে যেসকল সম্মান বয়ে এনেছেন তা সকলেরই জানা। তারপরও তিনি এই সম্মান নিজের জন্য অর্জন    hasinas awards for worldকরেননি। করেছেন দেশের ও এই দেশের জনগণের জন্য। তিনি উৎসর্গও করেছেন তাই। এই সম্মানে দেশ হয়েছে গর্বীত। মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই নতমুখী জাতী। উর্ধশ্বীরে আর স্তুতি গাইছে উন্নয়নের এবং স্থিতিশীলতা ও শান্তির। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমাদের এই জাতীর জাতীয় কল্যাণে।
আসুন আমরা সবাই এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রচেষ্টায় শরীক হই। আগামী নির্বাচনে আমাদের হাতে সেই সুযোগ থাকবে। আসুন কাজে লাগাই এবং নিজেকে গর্বীত বোধ করার কাজে সামিল হই।

Leave a Reply

Your email address will not be published.