মায়ের খুনি দাদা ও বাবাকে ধরিয়ে দিলো শিশুপুত্র

আবদুল আখের॥ মায়ের খুনি দাদা ও বাবাকে- রাজধানীর ওয়ারী থানাধীন পেট্রল পাম্প ল্যান এলাকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ ডিসেম্বর বুধবার সকালে তাদের গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম সাদিয়া (২৩) আক্তার। তার স্বামী সানি চৌধুরী ও শশুর মহি চৌধুরী। killer indentiy by child son
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার এসআই জাহাঙ্গীর বলেন, নিহত সাদিয়ার শিশুপুত্র পুলিশকে জানিয়েছে তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সাদিয়ার মামা মামলা করলে অভিযান চালিয়ে সানি চৌধুরী ও শশুর মহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
নিহতের মামা মোফাজজাল বলেন, ‘আমার ভাগ্নিকে তার শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে মেরে ফেলেছে। ঘটনার সময় সাদিয়ার শিশুপুত্র উপস্থিত ছিলো। সে তার মাকে বাঁচানোর জন্য চিৎকার-চেঁচামেচি করেছে। কিন্তু, ওরা সাদিয়াকে ছাড়েনি। আমরা এর উপযুক্ত বিচার চাই।’
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published.