ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী কসবা সিডিসি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল উৎসব ও পুরস্কার বিতরন অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুহাম্মদ ইদ্্িরস ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন : উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সাহেবাবাদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.হুমায়ুন কবির ও কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন সিডিসি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ।
সিডিসি স্কুলের শিক্ষক মো. অলিউল্লাহ সরকার অতুল শিক্ষার্থী নুসরাত জাহান ঝিনুক ও খুশবু আলমের পরিচালনায় বক্তব্য রাখেন : সিডিসি স্কুলের সমন্¦য়কারী ও পাক্ষিক সকালের সূর্যের নির্বাহী সম্পাদক তাছলিমা আক্তার কাকলী, অভিভাবক মো.আবু হানিফ, শিক্ষিকা নাসরিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন; সিডিসি বিগত ৩১ বছর যাবত মানসম্মত শিক্ষা প্রদান করে এ অঞ্চলের শিশুদের এগিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের গৃহীত শিক্ষা নীতিমালা বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করছে। বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের শিশুদের দক্ষতা প্রশংসনীয়।
তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন; পরীক্ষায় কি ফলাফল করলো তা না দেখে আপনারা আপনাদের শিশুদের পাশেই থাকবেন। তিনি সিডিসি স্কুলের উন্নয়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিডিসি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক,মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।