ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল কসবায় ৪ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীরা ২য় দিনের মতো কর্ম-বিরতী ও অবস্থান কর্মসূচী পালন করে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় দিনের মতো এ কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী পালন করে। এতে উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক , সহ-স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতী ও অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উপজেলা এসোসিয়েশন এর সভাপতি মো.আবু জামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ; উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মো.ইব্রাহীম খলিল, কেন্দ্রিয় কার্যনির্বাহী সহ-আইন বিষয়ক সম্পাদক মো.আক্কাস আলী, সাধারন সম্পাদক এম.কে আশরাফ বকুল, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো.শাহীন মিয়া, উপজেলা এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক মিয়া, উপজেলা এসোসিয়েশনের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুল বাশার সুমন, উপজেলা এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সঞ্চিতা ভৌমিক প্রমুখ।
উপজেলা এসোসিয়েশনের সভাপতি আবু জামাল সাংবাদিকদের জানান; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে ৬ ডিসেম্বর এবং স্বাস্থ্যমন্ত্রী মো.নাসিম ২৩ ডিসেম্বর ২০১৭ এ স্বাস্থ্য সহকারীদের পৃথক সমাবেশে বেতন স্কেল সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ঘোষনা দেন। এ ঘোষনা সহ তাদের ৪ দফা দাবী বাস্তাবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী চলবে।
উল্লেখ্য আজ ২য় দিনে ‘মা’ শিশু ও কিশোরীদের টিকাদান কর্মসূচীর পালিত হওয়ার কথা থাকলেও কর্মবিরতী ও অবস্থান কর্মসূচীর পালিত হওয়ায় কারনে এলাকার কোন মা ও শিশু ও কিশোরীকে টিকাদান করা হয়নি।