ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; দূর্নীতি করার কারনে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তাকে কেউ পদত্যাগে বাধ্য করেনি। অথচ একটি মহল তাকে নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। তিনি বলেন ঐ মহলটি বাংলাদেশের সংবিধানকে ফুটবল বানিয়ে খেলতে চেয়েছিলো। তিনি বলেন সংবিধানকে ফুটবল বানিয়ে খেলতে দেয়া হবেনা । মন্ত্রী আরো বলেন যারা দেশের শান্তি শৃংঙ্খলা বিনষ্ট করতে চায় তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। তিনি বলেন আগামী সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে একটি দল। আপানারা সজাগ থাকবেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এ সরকারকে পুনরায় বিজয়ী করে সকল ষড়যন্ত্রকারীদের আইনের মাধ্যমে জবাব দেয়া হবে। তিনি বলেন মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে তাদের কে বাংলাদেশে আসতে বাধ্য করেছে এবং বর্তমান জনবান্ধব সরকার তাদেরকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা নিয়েও ষড়যন্ত্রকারীরা তৎপর। এ সরকার বিশ্বদরবারে সম্মানীত হচ্ছেন এটা তাদের সহ্য হচ্ছেনা। গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কসবা উপজেলার তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩টি গ্রামে আংশিক বিদ্যুৎ উদ্বোধন কালে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচন ব্যাহত করার চেষ্টা করা হলে শুধু নির্বাচনের মাধ্যমে নয় ,আইনের মাধ্যমে তাদেরকে ষ্পষ্ট জবাব দেয়া হবে:আইনমন্ত্রী আনিসুল হক
#কেউ যদি এই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে তা হলে আমরা শুধু নির্বাচনের মাধ্যমে নয় ,আইনের মাধ্যমে তাদেরকে ষ্পষ্ট জবাব দিবো জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
তিনি ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা জানান।
মন্ত্রী আরো বলেন, দেশে কাউকে গোল্ডগোল করতে কাউকে দেওয়া হবে না। বাংলাদেশে গণতন্ত্র্র ফিরে এসেছে, বাংলাদেশে গলতন্ত্র’র ধারাবাহিকতা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। সংবিধান মানা হচ্ছে,এই পথ আর কোনো বাঙালী পরিহার করবে না। আমরা আইনের শাষণ প্রতিষ্ঠা করছি,আমরা সুষ্ঠ নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে আবার ক্ষমতায় আসবো।
শেখ হাসিনার সরকারের আমলে বর্তমানে পনোর হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁঁছে দেওয়া হবে এবং ২০১৮ সালের মধ্যে কসবা উপজেলায় শতভাগ বিদ্যুৎর আওতায় আনা হবে।
কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
উল্লেখ্য, কসবা পৌর এলাকার তালতলা, আড়াইবাড়ি, কাঞ্চনমুড়ি, কৃঞ্চপুর, মরাপুকুর পাড়, শীতল পাড়া,গুরিয়ারূপ, গুরুহিত, আকছিনা, বড়ঠোটা, চাপিয়া, মাইজখার আংশিক গ্রামে ১২.৫৩ কিলোমিটার এলাকায় ৪ হাজার ৭শত ৪১ টি গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। যার নির্মান ব্যয় ২কোটি ৪৮ লাখ টাকা বলে পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের ডিজিএম শাহাদৎ হোসেন জানান।
কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েলের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক, আইন মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মো.গোলাম সরোয়ার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.ওয়ারিদ, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর একান্ত সহকারি সচিব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার জীবন, এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন।
অনুষ্ঠানে তালতলা গ্রামের নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.এমদাদুল হক মনির।