অন্ধ ভালবাসায় মুগ্ধ দুজন… আর মুগ্ধ… আমাদের বিবেক

টিআইএন॥ একটি গানে শুনেছি-‘চোখের দেখাই সব কিছু নয়, মনের দেখাই সত্যি, মন যা দেখে তার তুলনায় চোখ দেখে এক রত্তি…’ শুধুমাত্র ব্যক্তি প্রেমই নয়-জীবনের প্রতিটি ক্ষেত্রেই কথাটি সত্যি… আরো সত্যি হলো এই বাস্তব জুটি। Blind Love teach us how to love
আমরাও যেন মনটাকে আরো বড় করে, সুন্দর করে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে, সকল স্বার্থ চিন্তার উর্ধ্বে উঠে ভালোবাসা দিয়ে জয় করতে পারি সবকিছু। ২০১৩ সালের ২৯ মার্চ প্রচারিত ইত্যাদি’তে আমরা তেমনি দু’টি সুন্দর মনের মানুষকে নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলাম। আপনাদের অনুরোধে ইত্যাদি’র আর্কাইভ থেকে প্রতিবেদনটি দেয়া হলো-পুরো অনুষ্ঠানটি দেখতে চাইলে ক্লিক করুন ঃ    https://www.youtube.com/watch?v=j0miXlvPJzc -অ্যাডমিন।   https://www.facebook.com/A.K.M.Hanif/videos/10155584706716591/
মজার ব্যাপার হলো এই জুটি সমাজের আয়না হয়ে দেখাদিয়ে সকলের চোখ ও কান খুলে দিয়েছে। চিন্তা শক্তির বিকাশ ঘটাতে সহায়তা করে যাচ্ছে। আমরা এই জুটিদ্বয়ের কাছ থেকে জীবনের প্রয়োজনে শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা চর্চার আলোকে শান্তি এবং আনন্দে পূর্ণ করতে পারি আমাদের জীবন।

Leave a Reply

Your email address will not be published.