ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ নিয়মিত অফিস করেন না কসবা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে প্রতিদিনই অধিকাংশ সময় অফিসে তালা থাকে। গতকাল সকাল সাড়ে ১১টায় অফিসে গিয়ে দেখা যায়, অফিসে কেউ নেই। প্রধান কর্মকর্তা মো.নজরুল ইসলামের কক্ষে তালা দেয়া, এই অফিসের প্রত্যেকটি কক্ষ তালা দেয়া। প্রানী সম্পদ কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রানী সম্পদ কর্মকর্তা না থাকায় তাকে সেখানে বসতে হয় তবে অফিসে অন্যান কর্মকর্তা-কর্মচারীরা আছেন বলে জানান তিনি। কমপাউন্ডার ছাড়া উপজেলা প্রানী সম্পদ অফিসে আর কাউকে পাওয়া যায়নি। কমপাউন্ডার কক্ষটি ছাড়া সব কক্ষেই তালা ঝুলানো দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায় এমনিতেও তিনি সপ্তাহে ২/৩ দিনের বেশী এবং ১/২ ঘন্টার বেশী অফিস করেন না কর্মকর্তা-কর্মচারীরা। ফলে প্রতিদিন সেবা পেতে আসা এলাকার সাধারন মানুষ তাদের গরু, ছাগল নিয়ে এসে সেবা না পেয়ে হয়রানীর শিকার হয়ে ফেরত যাচ্ছে।