কসবায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল কসবায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে পালিত হয়। উপজেলার সুপার মার্কেট চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণিল আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।  kasba satroluge
উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.্আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, গোপিনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.আকরাম খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো,আফজাল হোসেনের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিগন তাঁদের বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন বাংলাদেশ ছাত্রলীগ  দক্ষিন এশিয়ার একটি গৌরবান্বিত বৃহত্তম রাজনৈতিক ছাত্র সংগঠন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনটির গৌরব যেন কোনভাবেই ছাত্রলীগের কোন কর্মকান্ডে কলংকিত না হয় সেদিকে খেয়াল  রেখে দলীয় কর্মকান্ড চালানোর নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে ছাত্রলীগ এক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিগন প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটেন এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.