তাজুল ইসলাম নয়ন॥ বেসিস ও আইসিটি ইন্ডাষ্ট্রিজ এর জয় হউক; মোস্তফা জব্বার ভাই সফল হউক। প্রধানমন্ত্রীর ইচ্ছা ও আকাঙ্খা পূর্ণ হউক॥
জনাব মোস্তফা জব্বারকে মন্ত্রীত্ব উপহার দেয়া মানে আইটি ইন্ড্রাট্ট্রিজকে মন্ত্রীত্ব দেয়া। প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই আইটি ইন্ড্রাট্টিজ এবং বেসিস এর পক্ষ থেকে। মোস্তাফা ভাই মন্ত্রী হওয়া মানে বেসিস সম্মানীত হওয়া। বেসিসের প্রতিটি সদস্য এবং কার্যকরী কমিটি ও ষ্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিনয়ী অঙ্গীকার এবং প্রতিশ্রুতিসহ ধন্যবাদ জানাই।
মোস্তফা জব্বার ভাইকে পুর্বের ন্যায় এবারও ভালবেসে এমনকি পাহাড়সম সুবিশাল সমর্থন দিয়ে যাবো। যে কোন প্রয়োজনে অগ্রজ ভুমিকা পালন করবো। দেশের সেবা কল্পে আমাদের সমর্থন, শ্রদ্ধা ও ভালবাসা অব্যাহত থাকবে প্রীয় ভাইয়ের প্রতি।
আমরা বেসিস মেম্বারগন প্রত্যেকেই আজ মন্ত্রীত্বের স্বাদ পেয়েছি এই জব্বার ভাইয়ের মাধ্যমে। জব্বার ভাই এর পাশে ছিলাম, আছি এবং থাকব। ভাইয়ের ভালবাসা এবং পারিবারিক বন্ধনই আমাদের এই সুদৃঢ় ভিত্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
জয় হউক মানবতার মা এবং আমাদের নেত্রীর; জয় হউক জব্বার ভাইয়ের; জয় হউক আমাদের এই নব উদ্দ্যমের; নব চেতনার এবং সর্বোপরি জননেত্রী আমাদের আশার ও ভরসার স্থল বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার।
সহকর্মী ও বন্ধুদেরকে নিয়ে মোস্তফা ভাইকে সম্বন্ধনা দেয়া এবং সাংবাদিক সম্মেলন সবই যেন হাজারো মন্ত্রীর একত্র ও একচ্ছত্র উচ্চারন ও বর্জকন্ঠ। এই ধ্বনী উচ্চারিত ও প্রসারিত করুন বাংলাদেশের অগ্রযাত্রা এবং পরিবর্তনের ছোয়ায় ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণ হউক আমাদের জীবনের সকল স্তরে। আমাদের হাতে সময় কম, কাজ বেশী। তাই কাজের গতীশিলতা ও পরিবর্তনের গতিময়তা বৃদ্ধিলগ্নে ঐক্যের ভিত্তি আরো সুদৃঢ় হউক। কল্যাণের ছোয়া সর্বত্র পৌঁছে যাক; প্রধান মন্ত্রীর সম্মান ও আকাঙ্খা আরো বৃদ্ধি পাক এই কামনাই আমাদের নিত্যদিনের সঙ্গি হউক।