২০১৭ সনে আইন মন্ত্রণালয় থেকে প্রণিত আইন পুস্তিকা প্রধানমন্ত্রীকে উপহার

টিআইএন॥ মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে ২০১৭ সনে আইন মন্ত্রণালয় থেকে প্রণিত আইন সংকলনের বই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ সরকারের সবচেয়ে পরিছন্ন, আইনমন্ত্রী    law minister in pm giving law bookআনিসুল হক তুলে দেন। ২০১৭ সালের প্রণীত সকল আইন ও সংশোধনী সমূহ এই বইয়ে লিপিবদ্ধ রয়েছে। আইনের সংযোজন ও বিয়োজন এবং নতুন আইনের ধারা সম্বলিত এই বইয়ের প্রকাশ ও নিরীক্ষার  দায়িত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের সোনালী অর্জন হিসেবে স্বীকৃত শেখ হাসিনার আবিস্কার আইন মন্ত্রী আনিছুল হক তাঁর মেধা ও প্রজ্ঞার সমাহার ঘটিয়ে যুগের চাহিদার প্রতিফলন ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.