জাতীয় টিকাদান কর্মসূচী বন্ধ রেখে কসবায় ৪দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতী ও অবস্থান কর্মসূচী

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥গতকাল কসবায় ৪ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীরা কর্ম-বিরতী ও অবস্থান কর্মসূচী পালন করে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটি কার্যনির্বাহী পরিষদ ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী পালন করে। এতে উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক , সহ-স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতী ও অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন।kasba health assistant strick
উপজেলা এসোসিয়েশন এর সভাপতি মো.আবু জামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ; উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মো.ইব্রাহীম খলিল, কেন্দ্রিয় কার্যনির্বাহী সহ-আইন বিষয়ক সম্পাদক মো.আক্কাস আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো.শাহীন মিয়া, উপজেলা এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক মিয়া, উপজেলা এসোসিয়েশনের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুল বাশার সুমন, উপজেলা এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সঞ্চিতা ভৌমিক প্রমুখ। পরিচালনায় ছিলেন উপজেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম.কে আশরাফ বকুল ।
উল্লেখ্য আজ জাতীয় টিকাদান কর্মসূচীর পালিত হওয়ার কথা থাকলেও কর্মবিরতী ও অবস্থান কর্মসূচীর পালিত হওয়ায় কারনে এলাকার কোন মা ও শিশুকে টিকাদান করা হয়নি। উপজেলা এসোসিয়েশনের সভাপতি আবু জামাল সাংবাদিকদের জানান; তাদের ৪ দফা দাবী বাস্তাবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী চলবে।

Leave a Reply

Your email address will not be published.