রাইসলাম॥ গত ৩০/১২/২০১৭ সরকারী ভাবে পি,ই,সি (৫ম শ্রেণি), জে,এস,সি (৮ম শ্রেণি) পরীক্ষার ফলাফলে মির্জাপুর বেগম মরিয়ম মেমো: মডেল স্কুলের পি,ই,সি পরীক্ষায় ১১জন ছাত্র -ছাত্রীর জি,পি,এ ৫.০০(এ+) ও শতভাগ পাশসহ অভাবনীয় সাফল্য অর্জন করে বিজয়নগর উপজেলায় সরকারী ও বেসরকারি পর্যায়ে ২য় স্থানে গৌরব লাভ করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: শাহ আলম বলেন, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের ফলে এই ভালো ফলাফল।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post