টিআইএন॥ গত সোমবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই মেলার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “অনেকে প্রতিবন্ধিতাকে বাধা মনে করেন। কিন্তু প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, এটা চ্যালেঞ্জ, যা অতিক্রম করা সম্ভব।
“বিশেষায়িত প্রশিক্ষণ এবং ব্যক্তি-পরিবার-রাষ্ট্রের সহযোগিতা পেলে প্রতিবন্ধীরা শুধু নিজেকেই জয় করে না, বদলে দেয় পুরো পৃথিবী, হয়ে ওঠেন পুরো পৃথিবীর অনুকরণীয় ব্যক্তিত্ব।” অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য ‘কথা বলতে চাই’ নামে একটি যোগাযোগ অ্যাপের উদ্বোধন করা হয়।
আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সাল থেকে বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। বিসিসি থেকে মোট ৫১১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রথমবারের মেলায় ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেবার ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ২০১৬ সালে দ্বিতীয় আসরে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান হয়। ২০১৭ সালে ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ১১৫ জনের কর্মসংস্থান হয়। এবারের মেলায় ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে এবার কর্মসংস্থানও বাড়বে বলে আশা করছে আইসিটি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিগত বছরগুলোতে প্রতিবন্ধীদের চাকরি দেওয়া প্রতিষ্ঠান মাই আউটসোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল বাশার ও ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেনকে সম্মাননা দেওয়া হয়।