হোসনে আরা আকতারের সাথে সিনহার কি সম্পর্ক

টিআইএন॥ বিচারপতি এসকে সিনহার আমলে সুপ্রিমকোর্ট প্রশাসনে দায়িত্বে পালনকারী কর্মকর্তা (জেলা জজ) হোসনে আরা আকতারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  sinha hosneara
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর ওই বিচারক ও তার স্বামী-সন্তানসহ চারজনের ২ কোটি ২৮ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়। এ ছাড়া ওই বিচারকের নামে দেশের কোন কোন ব্যাংকে হিসাব রয়েছে, ওই হিসাবে গত দুই বছরে কত টাকা লেনদেন  হয়েছে, সেই তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক।
জেলা জজ হোসনে আরা আকতার এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহার আমলে সুপ্রিমকোর্ট প্রশাসনে বিশেষ কর্মকর্তা (স্পেশাল অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় তিনি অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
বিচারপতি সিনহা প্রধান বিচারপতি থাকাবস্থায় গত জুন মাসে তিনি নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি জেলার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পান। এর পর গত ১০ নভেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগের পর পরই ১৫ নভেম্বর বিচারক হোসনে আরাকে সাতক্ষীরায় বদলি করা হয়। এর আগে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আমলেও বিচারক হোসনে আরা আকতার সুপ্রিমকোর্টের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়, বিচারক হোসনে আরা তার একাধিক ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার লেনদেন করছেন। তিনি অবৈধ উপায়ে নেওয়া অর্থ তার হিসাবে রাখছেন বলেও অভিযোগ করা হয়। অভিযোগটি পাওয়ার পর দুদক থেকে কমিশনের উপপরিচালক ফরিদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে তাকে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিশনের নির্দেশে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রাথমিক অনুসন্ধান কাজ শুরু করেছেন। সূত্র : আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published.