একজন সাবেক প্রধানমন্ত্রী ও স্বভাবসুলক দৈনন্দিন বহি:প্রকাশ

টিআইএন॥ কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। তবে মানুষ পরিবর্তন হয়, সমাজ, সংস্কৃতি এবং চারিপাশ থেকে শিখে এই কথাটা শুনতাম ও জানতাম। আমার নিজের বেলায়ও তা ঘটে বলেই আমি বিশ্বাস করি। যেমন কথায় আছে দেখ দেখা শিখ শিখা। এই কথাটিকেও মিথ্যায় পরিণত করেন আমাদের স্বনামধন্য সাবেক প্রধানমন্ত্রী। ওনার আলোচনা চিন্তা চেতনা এবং জ্ঞান গরিমা সবই এখন যেন অকার্যকর হয়ে পড়েছে। কি বলতে কি বলেন এবং কি করতে কি করেন তা যেন ভোক্তভোগীরাই বা প্রত্যক্ষদর্শীদেরই ভালবাবে জানা। আমি আমাদের Haleda bad language vasonসাবেক প্রধানমন্ত্রীর একটি ভাসনের ক্লিপ উল্লেখ করেছি দয়া করে আগে শুনবেন তার পরে কমেন্ট করবেন। তবে বর্তমানে একটি দলের প্রধান থাকার যোগ্যতা যে উনি হারিয়েছেন তা কিন্তু এই ভাষন শুনে অনুধাবন করার ক্ষমতা সকলেরই আছে। কিন্তু কেউ বলেন কেউ বলেন না বা মুখ বুঝে সহ্য করেন। কেন যে সহ্য করেন তা কিন্তু আম জনতার বোঝার ক্ষমতা এখন অর্জিত হয়েছে। তাই এই সময় আর অজ্ঞতা বা অজ্ঞানতার বা মুখ্যতার এমনকি কুসংস্কার ও অন্ধকারের হাতছানি না দিয়ে যুগের সঙ্গে এগিয়ে যান। এই ভিডিও লিংকটিকে একটু ব্যবহার করে নিজেকে সিদ্ধান্ত নিতে সহায়তা করুন। https://www.facebook.com/100004801639064/videos/836294629873917/

Leave a Reply

Your email address will not be published.