ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত ১০ জানুয়ারি পাওনা টাকা চাওয়া নিয়ে দন্দ্বের জের ধরে পাওনাদারকে মো.হানিফ ভূইয়াকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে দেনাদার মো.কামাল মিয়া ও তার লোকজন। এতে গুরুতর আহত হয় মো.হানিফ ভূইয়া। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়; উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে টাকা পায় একই গ্রামের বাসিন্দা মো.কামাল মিয়ার কাছে। এই দেনা-পাওনাকে কেন্দ্র সংঘাতের আশংকা দেখা দেয়। সমাধানের লক্ষ্যে গ্রামের সাহেব সর্দারগনের মাধ্যমে সালিশের আয়োজন করে। সালিশের এক পর্যায়ে জুড়িতে চলে যায় সাহেব সাহেব সর্দারগন। এই ফাকে দেনাদার কামালের নির্দেশে তার লোকজন দা, রড দিয়ে আতর্কিত হামলা চালায় বলে জানায় গুরুতর আহত হানিফ ভূইয়া। এ সময় তার কাছে থাকা দামী মোবাইল ফোন নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা । হানিফ মিয়ার চিৎকারে লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার কাধের হাড় ভেংগে যায়। পরে হামলাকারীরা রামপুর বাজারে হানিফ ভূইয়ার ভাইয়ের দোকানে হামলা চালায় এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করেছেন আহত হানিফ ভূইয়া।