কসবায় সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিবের মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শনিবার (৬জানুয়ারী) সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবনের আহ্বানে কসবা ও আখাউড়া উপজেলার সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।kasba-pic-[1]
কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের পরিচালনায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, কুটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.সাইদুর রহমান স্বপন, কায়েমপুর ইউপি আওয়ামী রীগ সভাপতি মো. জাকির হোসেন, বায়েক ইউপি আওয়ামী লীগ সাধারন সম্পাদক প্রভাষক মো.নজরুল ইসলাম।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল, সদস্য মো.শাহআলম, পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম হারুনুর রশীদ ঢালী, আখাউড়া প্রেসক্লাব সভাপতি মো.মানিক মিয়া, বিশ্বজিত পাল বাবু ও জুটন বনিক। অনুষ্ঠানে কসবা-আখাউড়ার সাংবাদিকবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ড তাদের লেখনির মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং যারা বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেও লেখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.