গুম বিএনপিই ঘটাচ্ছে…ওবায়দুল কাদের

টিআএইন॥ গুম নিয়ে বিএনপির অভিযোগের পাল্টায় এবার তাদেরই দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “দেশে হঠাৎ হঠাৎ লাশ পরে থাকে। যারা ৯ বছর আন্দোলনে ব্যর্থ হয়েছে, তারাই দেশে গুমের ঘটনা ঘটাচ্ছে।”  Obaidul kader
ঢাকায় শিল্পকলা একাডেমিতে গত রোববার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের খন্ডচিত্র’ প্রদর্শনীতে আলোচনা সভায় একথা বলেন তিনি। গুমের ঘটনাগুলো বিদেশে বসে একজন নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন মন্ত্রী ওবায়দুল কাদের। “তাদের একজন সুইডেনে বসে কিলিং গ্রুপ নিয়ন্ত্রণ করছে, তার নাম নাহিদ।”
আওয়ামী লীগ সরকারে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করাচ্ছে বলে বিএনপি অনেক আগে থেকে অভিযোগ করে আসছে। দলটির দাবি, আওয়ামী লীগের নয় বছরের শাসনামলে তাদের ৭৪৭ জন নেতা-কর্মী অপহৃত হন; এর মধ্যে ৫২০ জন হত্যাকান্ডের শিকার হন; ১৫৭ জন এখনও নিখোঁজ।
গুমের ঘটনা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশে কম বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেও বিদেশি মানবাধিকার গোষ্ঠীগুলো সরকারের দিকেই অভিযোগ তুলে উদ্বেগ জানিয়ে আসছে। এরমধ্যেই অভিযোগকারী বিএনপির দিকে পাল্টা অভিযোগের আঙুল তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “তারা (বিএনপি-জামায়াত) এখনও রক্তের হোলি খেলা খেলছে। যারা পাকিস্তানি কায়দায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা পাকিস্তানির প্রেতাত্মা। এরাই আবার গুম খুনের কথা বলে।
“গুমের নাটক যারা সাজায়, তারাই গুমের অভিযোগ দিতে দ্বিধা করে না।” নিখোঁজ হওয়ার পর যে কজন ফিরে এসেছেন, তাদের বর্ণনাকে সরকারের নির্দোষিতার প্রমাণ হিসেবে তুলে ধরেন মন্ত্রী কাদের। “যারা ভিক্টিম, তাদের মুখে যে বর্ণনা, তার পর আর বক্তব্য দেওয়ার কিছু থাকে না।”
বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবেলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পাশে আছে বলে জনগণকে আশ্বস্ত করেন কাদের। তিনি বলেন, “গণতন্ত্রের মুখোশ পরে যারা আছে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। আবার তাদের পরাজিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”

Leave a Reply

Your email address will not be published.