বিএনপি ক্ষমতায় এলে ঢাকার নাম জিয়া সিটি করা হবে…দুদু

টিআইএন॥ বিএনপি ক্ষমতায় আসলে ঢাকার নাম পরিবর্তন করে জিয়া সিটি রাখা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সম্প্রতি পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রেখেছে সরকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কাছে জিয়ার চেয়ে ইন্দুরকানীই বেশি পছন্দের। শুধু তাই নয়, তারা ক্ষমতায় আসার পর দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতীয় নেতাসহ অনেকের নাম পরিবর্তন করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সেসব নাম আবার প্রতিস্থাপন করবে। ঢাকার নাম পরিবর্তন করা হবে জিয়া সিটি।’ bnp wants to change dhaka name
গত বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্টের আয়োজনে ‘যড়যন্ত্র ও ওয়ান ইলেভেনের সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের উচিত গোপালগঞ্জের নাম মুজিব নগর করা। কারণ গোপালের চেয়ে মুজিব অনেক বড়। আওয়ামী লীগ সরকার এটা না করলেও বিএনপি সরকারে গেলে তারাই এটি করবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মুজিবের চেয়ে কি গোপাল অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেলেন? আপনারা ওটা কেন পরিবর্তন করছেন না? আপনি না করলেও আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে প্রস্তাব দেবো গোপালগঞ্জের নাম মুজিবনগর করার।’
দেশের শ্রেষ্ঠ সন্তান, বীর বিক্রম, রীর উত্তমদের নামে দেশের বড় বড় জেলা শহরের নামকরণ করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। গণআদালতের বিচার সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি এধরনের বক্তব্য দিয়েছেন। তার শুভবুদ্ধির উদয় হয়েছে। আমারও চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণআদালতে বিচার হোক কাদের সততা কতটুকু। জনগণই বিচার করবে কারা জনগণের পছন্দের দল।’
ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহম্মেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published.