ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বিশিষ্ট সাংবাদিক দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, প্রাণনাশের হুমকীর প্রতিবাদ করেছেন কসবা প্রেসক্লাব সভাপতি, সকালের সূর্য পত্রিকার সম্পাদক,প্রকাশক ও ভোরের কাগজ প্রতিনিধি মো.সোলেমান খান ও সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন; মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁর নিরাপত্তা নিশ্চিত করে সরকার সাংবাদিক সমাজকে আশ্বস্ত করতে হবে। অন্যথায় কসবায় কর্মরত সাংবাদিকরাও সাংবাদিক নির্যাতন বিরোধী আন্দোলন গড়ে তুলবে। এদিকে আগামী রবিবার কসবা উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টায় সাংবাদিক নির্যাতন বিরোধী মানববন্ধন করার ঘোষনা দিয়েছেন কসবা প্রেসক্লাব সভাপতি, সকালের সূর্য পত্রিকার সম্পাদক,প্রকাশক ও ভোরের কাগজ প্রতিনিধি মো.সোলেমান খান।