ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার ( ১০ জানুয়ারি) বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো.ইয়াকুব মিয়া (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো.ইয়াকুব মিয়া উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামের মো.মিজান ভান্ডারীর ছেলে। গুরুতর আহত হয়েছে নিহতের চাচা মো.মোসলেম মিয়া (৪০)। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাতক ইব্রাহীমের কাছ থেকে জমি বর্গা নেয় নিহত ইয়াকুব মিয়া। বর্গা নেয়া জমির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহীমের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে নিহত ইয়াকুব মিয়ার বুকের বামপাশে । ইয়াকুব মাটিতে লুটিয়ে পড়লে এ সময় ইয়াকুবের চাচা মো.মোসলেম মিয়া এগিয়ে এলে তাকেও উপুর্যপরি ছুরিকাঘাত করে ঘাতক ইব্রাহীম । এ সময় প্রতিবেশীরা ইব্রাহীমকে ধরে ফেলে এবং পুলিশে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ইয়াকুব ও মোসলেম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইয়াকুবকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত মোসলেম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমুর্ষ অবস্থায় কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত ডাক্তার বিল্লাল হোসেন জানান মোসলেমের অবস্থা আশংকাজনক।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ বিষয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতক ইব্রাহীমকে গ্রেফতার করেছে।