বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল……..আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বর্তমান সরকারের উন্নয়ন একটি মহলের সহ্য হয়না। তাই তারা এ দেশে ষড়যন্ত্র করছে। সরকারের উন্নয়নে এদেশ আজ বিশ্ব দরবারে নি¤œ মধ্যম আয়ের দেশ। ষড়যন্তকারীরা বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে বেড়ায়। তাদের শাসনামলেই এদেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছিলো। বর্তমান সরকার এ দেশকে উন্নয়নের মহাসড়কে উন্নিত করেছেন। এ দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। গতকাল শুক্রবার দুপুরে কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তার পূর্বে আইনমন্ত্রী উন্নয়ন মেলার ৩৭ টি ষ্টল পরিদর্শন করেন। montri- 12-01-2018
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো.সামছুজ্জামান, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ য্গ্নু-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা আক্তার, যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। পরে বিকেলে মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কসবা সিডিসি স্কুল, কসবা মহিলা ডিগ্রী কলেজ ও হাবিবুল ইসলাম মেমোরিয়েল স্কুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.