আন্তর্জাতিক ডেক্স॥ গত মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউজে নিজ দলের প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তৃতায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন স্বাধীনতার মাত্র দু’দিন আগে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
পাক হানাদার বাহিনীকে একাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা। জামায়াতে ইসলামীর সদস্যরা এসব বাহিনী গঠন করেছিল। আর তাদের সাহায্যেই পাকিস্তানি সেনারা বাঙ্গালীদের সাথে রক্তের হলি খেলা খেলেছিল।
এছাড়াও নওয়াজ শরীফ বলেন, পাকিস্তান আজ ধ্বংসের মুখে শুধুমাত্র আমাদের পুর্বপুরুষদের এসব কর্মকান্ডের জন্য। সূত্র: পাকিস্তান টাইমস নিউজ