তাজুল ইসলাম হানিফ॥ কোনো কারণ ছাড়াই হিংস্রতার শিকার হচ্ছে পৃথিবীর মানুষ। বড় বড় যুদ্ধে, সন্ত্রাসবাদী হামলায় কেন এত মানুষ মারা যাচ্ছে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তারা কী চায়, তাও বোঝা যায় না। পরিবেশদূষণ থেকে বড় দূষণ মানুষের মনে।
মানুষের চিন্তার ভিতর যে দূষণ বাসা বেঁধেছে তার অপপ্রভাবে মানুষ তার মনুষ্যত্ব হারাচ্ছে। হিংসাশ্রয়ী মনোভাব পরিবার, সমাজ ও দেশ শুধু নয়; বিশ্বশান্তির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার দেশে দেশে আজ যে যুদ্ধ-হানাহানি থাবা বিস্তার করেছে তার পেছনে মানুষের চিন্তার দূষণ অনেকাংশেই দায়ী। এ দূষণ শুভবুদ্ধিকে কেড়ে নিচ্ছে। কেড়ে নিচ্ছে বিবেকবোধ। হানাহানি ও দ্বন্ধে জড়িয়ে পড়তে মদদ জোগাচ্ছে। বিশ্বজুড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের থাবা বিস্তারের পিছনেও রয়েছে চিন্তার দূষণ। ধর্মের সত্য, সুন্দর ও কল্যাণের আহ্বানকে তা গ্রাস করে ফেলছে। চিন্তার দূষণ আজ বিশ্বশান্তি এবং মানুষের সহাবস্থানের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানব জাতির অস্তিত্বের জন্যও সৃষ্টি করছে সমূহ বিপদ। … ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।