টিআইএন॥ বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। ভারতের বাংলা দৈনিক আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়ালেন। দৈনিকটি জানায়, খাবারের মেনুতে ইলিশ মাছ ও কিছু ভর্তা ছিল। এ ছাড়া প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারও ছিল মধ্যাহ্নভোজে।
জানা গেছে, গত সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন প্রণব মুখার্জি। এখান থেকে বেরিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন প্রণব মুখার্জি।
এর পর বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
উল্লেখ্য, গত রোববার বিকাল ৪টায় পাঁচ দিনের সফরে মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে নিয়ে প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের প্রণব মুখার্জি বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ঢাকায় কয়েক দিন থাকব। সবার সঙ্গে দেখা হবে।
নির্ধারিত কর্মসূচি মোতাবেক, ভারতের সাবেক এ রাষ্ট্রপতি গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যান তিনি। রাতে চট্টগ্রামে রাত্রীযাপন করেন প্রণব মুখার্জি।
গত বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি। পর দিন গত বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
ভারতের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বছরের জুলাইয়ে অবসরে যান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখার্জি।
এর আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে নড়াইলের বাড়িতে এসেছিলেন স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য প্রণব মুখার্জিকে সম্মাননাও দেয়া হয়েছিল।