ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে আলোকিত বাংলাদেশ গড়বে। মেধাবী শিক্ষার্থীরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্ব সম্মানের কাতারে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাখাতে সব রকমের সহায়তা করছে সরকার। শিক্ষকদের এমপিও ভুক্তি থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী করনসহ নিরলস কাজ করছে এ সরকার। গত শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় থাকলে বই পুড়িয়ে দেয় আর বতর্মান সরকার ক্ষমতায় থাকলে বছরের প্রথম দিনে এ দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়। তিনি বলেন এটাই হচ্ছে সত্য ইতিহাস।
কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মো.সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের নির্বাচিত এমপি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: কুমিল্লা চান্দিনা আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও এফ.বি.সি.সি আই’র সাবেক সভাপতি ইউছুফ আবদুল্লাহ হারুন, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাউসার জীবন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা আওয়ামী লীগ য্গ্নু আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, ইন্ডিয়া সিভিল সার্ভিসে কর্মরত অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ড.গোপাল চন্দ্র বনিক, কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু ও সাবেক কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আবদুল কাদির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন, শতবর্ষ উদযাপন কমিটির সাধারন সম্পাদক মো.মোস্তাক আহাম্মমদ,কুটি ইউপি ছাত্রলীগ সভাপতি শুক্কুর আলী সরকার ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তার পূর্বে দুপুরে আইনমন্ত্রী উপজেলার বায়েক ইউপি’র শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। বায়েক ্ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুর কাউসার জীবন ও বায়েক ইউপি চেয়ারম্যান মো.আল মামুন ভূইয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।