রাইসলাম॥ বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বললেন ‘আমরা তারেকের বিএনপি চাই না, জিয়ার বিএনপি চাই। তারা বলেন ‘এখন তারেককে বাদ না দিলে বিএনপির কোন ভবিষ্যত নয়। সোমবার সন্ধায় বেগম জিয়ার সাথে বৈঠকে এরকম মন্তব্য করেন বিএনপি সমর্থক বলে পরিচিত বুদ্ধিজীবীরা। ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের আগে বুদ্ধিজীবীরা প্রায় দেড়ঘন্টা বেগম জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডা: জাফর উল্লাহ চৌধুরী, ড: মাহাবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, অধ্যাপক মুস্তাফিজুর রহমান অধ্যাপক সদরুল আমিন, আবদুল হাই সিদ্দিকী সহ কয়েকজন।
বিএনপি সূত্র বলছে, গত মেয়র নির্বাচনের আদলে একটি নাগরিক কমিটি গঠনের উদ্দেশ্যে বেগম জিয়া ঐ বৈঠক ডেকেছেন। বৈঠকে বেগম জিয়া তেমন কোন কথা বলেননি, কথা বলেছেন বুদ্ধিজীবীরা।
এর মধ্যে ডা: জাফর উল্লাহ চৌধুরী বলেন ‘আপনাকে গুলশানে ঘরে বসে থাকলে চলবে না, ঢাকার বাইরে যেতে হবে। জনগনের কাছে যেতে হবে।’ তিনি বলেন ‘বিএনপিকে আপতত: তারেককে বাদ দিতে হবে।’ এর সাথে সুর মিলিয়ে ডা: মাহাবুব উল্লাহ বলেন ‘তারেকের বিএনপি হচ্ছে দলটা। এখান থেকে আপনাকেই বাঁচাতে হবে।’ অধ্যাপক এমাজ উদ্দিন বলেন ‘বিএনপি কি চায় সে সম্পর্কে জনগণের স্পষ্ট ধারনা নেই।’ সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন ‘বিএনপি লক্ষ্যহীন। লক্ষ স্থির করতে হবে।’
দেড় ঘন্টার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।