শেখ হাসিনার নেতৃত্বে ৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ

তাজুল ইসলাম নয়ন॥ গত নয় বছর যাবত দেশে দল হিসেবে আওয়ামীলীগ আর সরকার হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ বা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই নয় বছরে বাংলাদেশের অগ্রগতির যা দৃশ্যমান এবং চলমান প্রক্রিয়ায় এগুচ্ছে তা এক দৃষ্টান্তের দাবিদার। সবই হয়েছে বিচক্ষণ, দুরদর্শী ও কঠোর পরিশ্রমী এবং সততায় পরিপূর্ণ এক নারীর কারণে। আসলে দার্শনিকের কথার সঙ্গে যুক্ত করে বলতে হচ্ছে এখন যুগের দেখানো দৃষ্টান্তের প্রয়োজনে… “শুধু যে শিক্ষিত মায়ের দ্বারা শিক্ষিত জাতিই হবে তা কিন্তু নয় বরং আজকের বাংলাদেশের উন্নয়নের রোল মডেল এর চেয়েও বেশী কিছু হবে।” তাই বেশী দুরে নয় অতি কাছে আমাদের সামনের দৃষ্টান্ত শেখ হাসিনা আর তাকে ঘিরেই যদি আগামীর অগ্রসরতার দিকে এগিয়ে যাই তাহলেই প্রতিটি পরিবারে এক একটি শেখ হাসিনা জন্ম নিবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের প্রথম ও প্রধান স্তরে। সেই যাত্রা শুরু হয়েছে এবং এগিয়ে যাচ্ছে দ্রুত লয়ে। এরই দৃশ্যমান এই নয় বছরের বদলে যাওয়া বাংলাদেশ। ছবিতেই প্রকাশিত হয় এবং দৃশ্যমান সব জলন্ত প্রমান বহন করে। আর এই প্রমান চোখ বন্ধ করে একটি চিন্তা করলেই চোখের সামনে ভেসে উঠবে এবং আরো স্পষ্ট হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহুরের জীবন এবং বৈদেশিক পরিসংখ্যানে চোখ বুলিয়ে পরখ করলেই বের হবে এই উন্নয়নের সত্যতা এবং ধারাবাহিকতা।
১। রেল পথের উন্নয়ন চিত্র।
1 Rell 11 Rell 2
২। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চিত্র।

2 education 1
৩। বিদ্যুৎ খাতের উন্নয়ন চিত্র।
3 Electricty 2 3 Electricty 3 3 Electricty 4 3 Electricty 5 3 Electricty 6 3 Electricty 7
৪। রপ্তানী খাতের উন্নয়ন চিত্র।
4 export
৫। ভুমিহীনদের উন্নয়ন চিত্র।
5 landless developement
৬। আশ্রয়হীনদের জন্য গৃহীত উন্নয়ন চিত্র।
6 asroyhin
৭। বয়স্কদের জীবন মানের উন্নয়ন চিত্র।
7 boyosko Vata
৮। প্রাথমিক শিক্ষার উন্নয়ন চিত্র।
8 primary education 1 8 primary education
৯। ১০ টাকা মুল্যে চাল ও সামাজিক নিরাপত্তার চিত্র।
9 10taka chal
১০। কৃষি উৎপাদনে উন্নয়ন চিত্র।

10 Agriculture 1 10 Agriculture 2 10 Agriculture

Leave a Reply

Your email address will not be published.