থানার ওসি একটি গুরুত্বপূর্ণ পদে আসীন। সরকারের ইচ্ছা ওসিরা ফোন ব্যবহার করে জনগণের সেবা করবেন। কিন্তু কি তাই? সরকার কি এই বিষয়ের দিকে একটু দৃষ্টিপাত করবেন? যাতে প্রকৃত ঘটনার নির্যাসটুকু জেনে আগামীর জন্য প্রস্তুতি নেয়া যায়।
গত ৫ বছর যাবত বিভিন্ন থানার ওসিদের মোবাইল ফোনে ওসিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ওসিকেই পাওয়া য়ায়না। অগত্যা যদি কাউকে পাওয়া গিয়েছে তখন তার বিরক্তিকর কথা এবং অতি ব্যস্ততার কাছে অসহায় হয়ে তাঁর বিপদ উদ্ধারে ব্যস্ত হওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়ে ঈমানী দায়িত্ব হিসেবে পর্যবসিত হয়েছে। কিন্তু কি তাই? না সেরকম কিছুই না বরং নব এক সাম্যাজ্যের শুভ সুচনা মাত্র। বস সেজে বসিং এর ক্ষমতা ব্যবহারের মহড়া চলে মাত্র।
যেহেতু সরকার এই ফোনটি দিয়েছে জনবান্ধব কাজে ব্যবহার করার জন্য, সেহেতু এই ফোনটি যথার্থভাবে ব্যবহার করা হউক। শুধু যে ওসি সাহেব তা কিন্তু নয় বরং সরকারী অফিসে কর্মরত অফিসাররাও এই একই আচরণ করে থাকেন। মাঝে মাঝে অনেক উঁচু পদের কর্মকর্তাদেরকে পাওয়া যায় এবং প্রয়োজনীয় সকল কাজ সম্মানের সহিত সম্পন্ন করা যায়।
দায়িত্বপ্রাপ্তদের মানসিকতা ও সেবার মনোভাব জাগ্রত রেখে এগিয়ে আসতে হবে। নতুবা জীবনের উদ্দেশ্য এবং খোদার অভিপ্রায় এমনকি দুনিয়ার দায়িত্ব দেয়ার মালিকের আখাঙ্কাও বিফলে যাবে। এই লিখাটি কারো মনে আঘাত দেয়ার জন্য নয় বরং দায়িত্বে আরো সচেতন হয়ে কাজ করার বা সেবা করার নিমিত্তে উজ্জীবিত হওয়ার প্রত্যাশায়।
অনেক সময় দেখা যায় এই লিখার জন্য গোস্যা করে বা বিপরিত্মাক বা নেতিবাচক মনোভাব নিয়ে নেতিবাচক কাজ করে থাকেন। তাই আমি বলতে চাই সরকার এবং সরকার প্রধানের আন্তরিকতা এবং ওনার ইচ্ছা ও আকাঙ্খার প্রতিফলন ঘটানোই আমাদের মোক্ষম কাজ।
আমি কারো নাম বা বিস্তারিত উল্লেখ করিনি এইজন্য যে, সবাই যেন সচেতন হয়। কিন্তু নামসহ বিস্তারিত আমাদের নিকট রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে নামে প্রমানে উপস্থাপন করব। যাতে করে ঐসকল সম্মানীত ব্যক্তিদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বে সচেতন করা যায়। যা জনবান্ধব এমনকি সরকারের উদ্দেশ্য এবং ইচ্ছা ১০০ভাগ পুরণ হয়ে সফলতায় পর্যবসীত হবে।
আগামী দিনের সেবার মান বৃদ্ধি পাক এবং দিন দিন এই সেবার মানোন্নয়নকল্পে একযোগে সকলে একই লক্ষ ও উদ্দেশ্যে কাজ করে যাই। সকলে মিলে মিশে কাজ করতে পারলে আগামীর সম্ভাবনাময় স্বপ্নীল শান্তি ও স্মৃতিশীলতা বিরাজ করবে এবং সকল কাজের সুসমাপ্তি হবে।
কিন্তু বিপরীত মানুষের প্রতি নেতিবাচকতা ছেড়ে ইতিবাচকতা নিয়ে আগামীর কোন নতুন সমস্যা এবং এর সমাধানের উপায় খুঁজে বের করা এখন সময়ের দাবী। ফোন কলের মাধ্যমে পরিচিত মানুষের জীবনে প্রভাব ফেলানো এবং নব উদ্যমে কাজ সমাপ্ত করাই এখন বাস্তবের জোর দাবী।
অপরিচিত নাম্বার এবং কন্ঠ পরিহার না করে রিসিভ করা এবং রিসিভ করতে না পারলে পরবর্তীতৈ ফোন দিয়ে খোজ নেয়া বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও দাপ্তরিক দায়িত্ব হয়েছে। আর এই দায়িত্বই গুরুত্বপূর্ণ দলীল হিসেবে স্বীকৃত।