ভজন শংকর আচার্য , কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো সুন্নতে খৎনা অনুষ্ঠান খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ৬০ জন শিশুকে সুন্নতে খৎনা করানো হয়। সংগঠনের উদ্যোগে বিনামূল্যে এন্টিবায়োটিক ঔষধ সহ প্রত্যেক শিশুকে ১টি লুঙ্গি ১টি গামছা দেয়া হয় এবং প্রায় ৪ শত লোকের রক্ত পরীক্ষা করানো হয়। খাড়েরা গ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কবির আহাম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাংবাদিক লোকমান হোসেন পলা, মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তারেক মাহমুদ, হেবজু মিয়া, খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সংগঠনের সভাপতি মো.তারেকুর রহমান ও সাধারন সম্পাদক নোমান আবেদীন।
অনুষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।