টিআইএন॥ ক্ষমতায় থাকাকালীন জিয়া পরিবার দুর্নীতিতে এতটাই পারদর্শী ছিল যে, বিশ্বের দুর্নীতিবাজ পরিবারের তালিকার শীর্ষেই তাদের অবস্থান। পুরো বাংলাদেশকেই পরপর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল খালেদা জিয়া। সেই রাষ্ট্রনায়ক খালেদা জিয়ার দুর্নীতি কি তা দেশ ও বিদেশের সর্বমহলেই ঘৃণা এবং প্রশংসায় দুদল্যমান হয়ে আছে।
দেখুন জিয়া পরিবারের দুর্নীতির খতিয়ান
– সৌদিতে জিয়া পরিবারের ১২০০ কোটি টাকা।
– ১২ দেশে খালেদা-তারেকের ১২ বিলিয়ন ডলার।
– মালয়েশিয়ায় কোকোর ৪ কোটি ৫০ লক্ষ ডলার।
– লন্ডনে তারেকের ৮০ মিলিয়ন ডলার।
– বেলজিয়ামে ৭৫০ মিলিয়ন ডলার।
– মালয়েশিয়ায় ২৫০ মিলিয়ন ডলার।
– ট্যাক্স হেভেনে জিয়া পরিবারের বিনিয়োগ ৫০০ কোটি টাকা।
– কেইম্যান আইসল্যান্ড এবং বারমুডায় তারেকের ২ মিলিয়ন ডলার।
– দুবাইতে জিয়া পরিবারের কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি।
– সিঙ্গাপুরে সিটিএনএ ব্যাংকে তারেকের ২১ কোটি টাকা পাচার।