ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “বাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য সেবা সম্পন্ন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে কসবায় পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। উপজেলা প্রাণী সম্পদক দপ্তর এর উদ্যোগে ৫দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো দপ্তরে আলোকসজ্জা, র্যালী, প্রাণী সম্পদ বিভাগীয় সেবা প্রদান ক্যাম্পিং, স্কুল ফিডিং ও সচেতনতা মুলক আলোচনা সভা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে প্রাণী সম্পদ বিভাগীয় ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক পশুকে টিকা দেয়া হয়। পরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ফিডিং অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ শত সিদ্ধ ডিম বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বরত) জোবাইদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা:মো.নজরুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডা: ইকবাল হোসেন। অনুষ্ঠানে অতিথিগন স্কুল ফিডিং অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তাদের মেধা বিকাশে ডিম ও দুধের উপকারীতা নিয়ে সচেতনতামূলক পরামর্শ দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।