মানবতা আজ প্রশ্নবিদ্ধ

ফরিদ, কক্সবাজার প্রতিনিধি॥ সাতকানিয়ার কেরানীহাট আশশেফা হাসপাতালের পেছনে ময়লা আবর্জনার স্তুপে কে বা কাহারা দুটি নিষ্পাপ নবজাতকের লাশ ফেলে গেছে। কোন পাষানীর অপকর্মের ফসল হয়ত। সমাজে লোকলজ্জার ভয়ে এমন অমানবিক কাজ করেছে তারা। জানিনা এই নিষ্পাপ নবজাতকগুলোর অপরাধ কি ছিল? তাদের কি দুনিয়ায় আলো বাতাশ দেখার কোন অধিকার ছিল না? মায়ের গর্ভে পরিপূর্ণতা পাওয়ার আগেই তাদেরকে কেন হত্যা করা হল। সকল বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন রইল। এই ন্যক্কারজনক কাজটি যে বা যারাই ঘটিয়ে থাকুক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। death child
বিবেক এবং ধর্মীয় মুল্যবোধ আজ বিসর্জিত এবং নির্বাসিত। দিন দিন এই মুল্যবোধগুলো ফিরিয়ে আনতে না পারলে হয়ত আর অনেক কিছুই আমাদের দেখতে হবে। আসুন মুল্যবোধ অন্নেষনে খোদার স্মরণাপন্ন হয় এবং খোদায়ী মুল্যবোধের আলোকে আমাদের জীবন, পরিবার এবং সমাজ ব্যাবস্থা ও কাঠামোকে সাজাই। সামাজিক ব্যাধির মধ্যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভাল। তবে মরার আগে হয়ত এই সমাজ ব্যবস্থায় অধার্মিকতার ছোয়াকে দূর করার জন্য কাজ করতে হবে।
সততা ও খোদাপ্রীতি এবং ভিতি এই দুটোই আমাদের এখন নিজের জীবন ও পরিবারে চর্চার মাধ্যমে কাজে লাগাতে হবে। যে মূল্যবোধ হারিয়ে গেছে সেই মুল্যবোধ ফিরে পাওয়ার জন্য মূল্যাবোধ উৎসকে খুজে বের করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার চর্চা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.