তাজুল ইসলাম নয়ন॥ এই চবিটি একটি হাসি ফুটানোর গল্প। এই গল্পের রূপকার জনাব আনিছুল হক। এই শীতেও তিনি বরাবরের মতই তার অনুসারীদের মাধ্যমে বিলিয়েছেন শীতের আশ্রয় কম্বল। আর কম্বল পেয়ে ঐ শীতার্থ মানুষ পেয়েছে শান্তি ও নিরাপত্তা। যার প্রতিচ্ছবি এর বৃদ্ধ জননীর প্রাপ্তীর অনুভূতিতে ফুটে উঠেছে।
আইন মন্ত্রী আনিছুল হকের চাওয়া ও পাওয়ার আকাঙ্খার চেয়ে দেয়ার আকাঙ্খা অনেক বেশী। তার রয়েছে কসবা ও আখাউড়ার জনগন আর এই জনগণের জন্যই তিনি ব্যায় করবেন তার জীবনের অর্জীত সকল সম্পদ ও শ্রম। এই একটি হাসিই প্রমান করে আনিছুল হকের কাজের অনুপ্রেরণা ও জনগণের সঙ্গে সম্পৃক্ত হাওয়ার জলন্ত ও জীবন্ত কাহীনি। এমনি অসংখ্য কাহিনী জরিয়েই আজকের আনিছুল হক শ্যানন উকিল থেকে মন্ত্রী এবং মন্ত্রী থেকে এখন এলাকার জনগণের অভিভাবক এবং ন্যায় বিচারের ন্যায় দন্ড, আশ্রয়হীনের আশ্রয়স্থল। স্বাবলম্বি হওয়ার প্রত্যাশীদের ঠীকানা এবং মানবতার ও আদর্শের জীবন্ত কিংবদন্তী।
আগামী দিনে তিনি এই মানুষের পাশে থেকেই জীবনের শেষদিন পর্যন্ত সেবার কাজ চালিয়ে যেতে চান। জয় হউক তাঁর চাওয়ার এবং পুরতন হউক তাঁর শেষ ইচ্ছা। এই কামনাই হউক আমাদের প্রতিদিনের প্রার্থনা।