টিআইএন॥ গত ২১/১/২০১৮ ইং রোজ রবিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টস ইউনিটি তে গোল টেবিল মিলনায়তন হলে, এক জাতীয় গোরুত্বপৃর্ন চলমান বিষয়, রোহিঙ্গা সমষ্যা কিছুসংখ্যক এন, জিওদের অপতৎপরতা রোধে করনীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে আলোচনা হয় তাতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট রাজনীতিবিদ সুচিন্তক ও চেয়ারম্যান স্বদেশ চিন্তা ফাউন্ডেশন ও মহা সচিব বা,গনআজাদী লীগ কেন্দ্রীয়টি জননেতা জনাব মুহাম্মদ আতাউল্লাহ খানঁ, সন্মানিত প্রধান আলোচকবৃন্দের মধ্যে সর্বে, বিচারপতি জনাব মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল বিচারপতি, জনাব মোঃ সামসুল হুদা, চেয়ারম্যান গনতদন্ত কমিশনের, বিচারপতি, জনাব সামসুউদ্দিন মানিক, সদষ্য সচিব গনতদন্ত কমিটি, বিশিষ্ট স্বাংস্কৃতিক বক্তিত্ব জনাব হাসান ইমাম, জনাব, গোলাম কুদ্দুস সভাপতি স্বাংস্কৃতিক জোট, ফরিদা ইয়াছমিন, সাধারন সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, বিশিষ্ট সাংবাদিক, জনাব খন্দকার মোজামেল হক, জননেতা ব্রাহ্মণ বাড়িয়ার নবিনগরের মাঠি ও মানুষের নেতা জনাব ব্যারিষ্টার জাকির আহাম্মদ ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জনাব আলহাজ্ব আল মামুন সরকার সহ অন্যায্য নেএীবৃন্দ।