ইমানুল ইসলাম॥ যখন প্রাণে প্রাণ মিলে, ভালবাসার মেলা জমে জীবনতো তখনই সুন্দর হয়। যখন শপথ দৃপ্ত হয়, চোখে প্রাপ্তির নেশা ভাসে তখনই জীবন সৌরভ ছড়ায়। অজস্র প্রাণের সমাহারে, ঐক্যবদ্ধ শপথের সাথেই একটি সফল আয়োজন ছিলো ২৮জানুয়ারী ছাত্র সমাবেশ -২০১৮।
প্রাণভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি কসবা উপজেলার সকল শিক্ষার্থীদের এবং শ্রদ্ধভাজন শিক্ষকমন্ডলীদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমারা একটি সফল আয়োজন সম্পন্ন করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার হৃদয়ের অস্তিত্ব কসবা উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং নারী নেতৃবৃন্দের প্রতি। ভালবাসা জানালাম আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সবাইকে। আমাদের আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে সকলের মাঝে তুলে ধরাতে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল ভাইদের প্রতি ভালবাসা রইলো।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব বাহাদুর বেপারী ভাই, সারা বাংলাদেশের ছাত্রলীগের সোনালী অর্জন জনাব এস.এম জাকির হোসাইন ভাই সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি জনাব মাসুম বিল্লাহ্ ভাই সহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ কে।
যে মহান মানুষটির নিরন্তর প্রেরণা এবং ভালবাসায় এই বৃহৎ আয়োজন তিনি কসবা-আখাউড়ার গণমানুষের অহংকার, বিশ্বাস, ভরসা এবং ভালবাসার শেষ ঠিকানা মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক -এমপিকে হৃদয়ের গহীন হতে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই মাননীয় আইনমন্ত্রীর রাজনৈতিক সচিব, আমাদের এগিয়ে চলার পথের নিরন্তর প্রেরণা জনাব রাশেদুল কাওসার জীবন ভাই এবং কসবা পৌরসভা জননন্দিত মেয়র জনাব এমরান উদ্দিন জুয়েলকে।
সকলের জন্য শুভকামনা এবং ভালবাসা রইলো।।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।