টিআইএন॥ রাষ্ট্রপতি মোঃআব্দুল হামিদ এর হাতে বঙ্গভবনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় মেয়াদে রাষ্ট্রপতি পদে সিদ্ধান্তপত্র হস্থান্তর করেন। এই হস্তান্তরের মাধ্যমে জনাব আব্দুল হামিদ অফিসিয়ালী দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হলেন। এখন শুধু আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে বাকি কাজটুকু সম্পন্ন হবে। তবে এই ভাগ্যবান মানুষটি আবারো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কাঁধে নিলেন যাতে করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় এবারের মত অগ্রগামীতা নিয়ে এগিয়ে যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় আইনমন্ত্রী এ্যাড.আনিসুল হক (এম.পি) ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের(এম.পি)।