টিআইএন। । ডিজিটাল নিরাপত্তা আইনের (৩২ ধারা) ফলে আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ৫৭ ধারায় বাকস্বাধীনতা হরণের চেষ্টা করা হয়েছে। এখানে তা করা হয়নি। বাকস্বাধীনতা একটুও হরণ করা হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গুপ্তচরবৃত্তির সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। অহেতুক ভীতি সৃষ্টি করার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী চান না কেউ অহেতুক হয়রানির শিকার হোক।