“বিসমিল্লাহির রাহমানির রাহিম ‘’
ন্যায় বিচার থেকে বঞ্চিত বাংলাদেশ, খালেদা জিয়ার মুক্তি চাই —তারেক রহমান ।
বাংলাদেশ আজ সবরকম অধিকার হারিয়েছে । একদলীয় শাসনে পরিনত হয়েছে । যেই বিচার ব্যাবস্থার স্বাধীনতা হরন করা হয়েছে, সেই বিচার ব্যাবস্থা কিভাবে সারা দেশের মানুষকে ন্যায় বিচার দিবে । দেশের শাসক দলের সাথে সংযুক্ত থাকলেই যে কোন কাজকর্ম বৈধতা পায় । জনগনের লক্ষকোটি টাকা আত্মসাৎ করেও বিচারের মুখোমুখি হচ্ছেনা অনেকেই ।
জনগনের বিপুল ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত করে, প্রহসনের বিচারকার্য চালিয়ে ও তাঁকে আটক করে, গণতন্ত্রের টুঁটি চেপে বহুদলীয় গনতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে ।
তিনি তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন তাঁর প্রিয় দেশবাসীর জন্য । তাঁর ত্যাগ, তাঁর তিতিক্ষা গনতন্ত্রকামী জনগনের কাছে দৃষ্টান্ত স্বরূপ । আমরা তাঁর অনতিবিলম্বে মুক্তি চাই।
আজ প্রশাসনের প্রতিটি শাখায় দলীয়করণ চলছে । বাক স্বাধীনতা রুদ্ধ । জনগন স্বৈরাচারের হাতে বন্দী । এই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আজ গনতন্ত্রকামী দেশপ্রেমী জনগনের ।
গনতন্ত্র অমর হোক । আমরা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই । আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
তারেক রহমান
সিনিয়র ভাইস চেয়ারম্যান,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল।