এখলাছ, ময়মনসিংহ প্রতিনিধি॥ জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের নামে এতিমদের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়ার বিচার দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এতিমরা।
গত মঙ্গলবার সকালে গফরগাঁ রেলওয়ে স্টেশন রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে গফরগাঁয়ের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিন ধার্য রয়েছে। এতিমদের নামে ট্রাস্ট করে সেই টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়াসহ জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করে এতিমরা। এরই অংশ হিসেবে গফরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগে জানায়, এতিমদের নামে বরাদ্দের টাকা যারা নিজেদের স্বার্থে ব্যয় করেছেন তারা কোনো ভাবেই ক্ষমা পেতে পারেন না। তাই দোষীদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে ব্যক্তব্য রাখেন, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম, শিক্ষার্থী রকিবুল হাসান, মোহাম্মদ আলী, জোনাকি আক্তার, সুমা আক্তার, তানজীন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।