ঢাকার রাস্তায় স্বাধীনতা পক্ষের ঐক্য

সাকিল॥ এতিমের টাকা চুরির দূর্নীতির মামলায় বেগম খালেদাজিয়া রায়কে কেন্দ্র করে বি,এন,পি, ও জামাত রাজাকার রা নাশকতা সৃষ্টির পঁয়তারাকে রুখে দেওয়ার জন্য গত ৮/২/২০১৮ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকার রাজপথে, গুলিস্তান, বায়তুল মোক্কারাম, তোপখানা রোড়, সচিবালয় হাইকোট ছিল আমাদের নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রীত এলাকা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামীলীগ দক্ষিণের নেএীবৃন্দ। PROTIBAD SOROJONTER
সর্ব জনাব, কামরুল ইসলাম এম্,পি,; আবুল হাসনাত ভাই, শাহে আলম মোরাদ ভাই, নুরুল আমীন রুহুল, কামালউদ্দিন, হেদায়েতুল ইসলাম স্বপন, শাহিন, আলহাজ্ব মোঃ আল মামুন সরকার, আতিকুল ইসলাম আতিক, জিন্নত আলী জিন্নহ, শাহাদাৎ হোসেন টয়ের, শেখ নওশের আলী, কাজী কবির, সাইফুল ইসলাম।
এখনে উল্লেখ যে, সবায় মহানগরীর কেন্দ্রীয় নেতা, যথাক্রমে, সভাপতি, সাধারন সম্পাদক, সহ সভাপতি, যুগ্ন সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ও বিভিন্ন, সম্পাদক মন্ডলির সদষ্যবৃন্দ।
আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগও সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ বিকাল তিনটার আগ পর্যন্ত রায় ঘোষণা পর্যন্ত আমরা অত্র এলাকা নিরাপদ নগরী, সন্ত্রাসমুক্ত নগরী, জনগনের নিরাপত্তা নিশ্চিত করি।
রায় ঘোষনার পর বাংলার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ঠাক। এতিমরা ন্যায় বিচার পেয়েছে; দেশে আইনের শ্বাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইন সকলে জন্য সমান। আদালতকে, বিচারককে ভয়ভীতি দেখানোও অপরাদ তা দৃশ্যমান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.