বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

টিঅইএন॥ গত ৫/২/২০১৮ইং সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বি,এনপি,র সন্ত্রাস জঙ্গীবাদ, ও নৈরাজ্য সৃষ্টীর পায়তারা করার প্রতিবাদে এক মনব বন্দন ও সমাবেশ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন, PROTIBAD SOROJONTERআওয়ামীলীগ নেতা তরুন সমাজের অহ্ংকার। জননেতা জনাব ব্যারিষ্টার জাকির আহাম্মেদ। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আওয়ামী লীগ মুখপাএ জননেতা, ড. হাসান মাহমুদ এম, প্।ি বিশেষ অথিতি আওয়ামীলীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জননেতা জনাব শামসুল হক টুক্কু; বিশেষ অথিতি সাবেক ছাএনেতা এডভোকেট বাবু বলরাম পৌদ্দার; বিশেষ অথিতি আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাএনেতা সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জনাব আল হাজ্ব মোঃ আল মামুন সরকার; বিশেষ অথিতি আওয়ামী লীগ নেতা জনাব এম করিম; বিশেষ অথিতি ঢাকা মহানগর আওয়ামীলীগ দক্ষিণের সহ সভাপতি জনাব এডভোকেট নুরুল আলম রনজু ভাইসহ জিন্নাত আলী জিন্নাহ, বীরমুক্তি যুদ্ধা শফিকুল বাহার টিপু, শাহাদাৎ হোসেন টয়েল, শেখ নৈওসার আলী, জাহাঙ্গীর খন্দকার, কাজী কবির,অরুন সরকার রানা, শাহেনা খান, মেজর রানা, সহ অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ নেতৃবৃন্দ।
সকলে এক্যবদ্দ্য থেেেক আগামী ৮ই ফেব্রুয়ারি রাজপথে থেকে আগুন, সন্ত্রীদের প্রতিহত করার ঘোষনা ব্যক্ত করেন,

Leave a Reply

Your email address will not be published.