বিএনপি, জামাত ও পাকিস্তান একই বৃত্তের ৩টি ফুল…তুরিন আফরোজ

টিআইএন॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরীকে উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব এনেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বিএনপি, জামাত এবং পাকিস্তান একই বৃত্তের ৩টি ফুল- আদর্শগত ভাবে এদের মধ্যে কোন পার্থক্য নেই। মৌলিকভাবে এরা একে অপরের পরিপূরক। turin 2nd pic
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির এক সভায় এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, একটু লক্ষ্য করলে দেখা যাবে যুদ্ধাপরাধীরদের বিষয়ে সর্ব প্রথম শোক প্রকাশ করে জামাত। এর পরে পাকিস্তান তার পার্লামেন্টে শোক প্রস্তাব আনে। সর্বশেষে, বিএনপি নামক দলটিও তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভায় একজন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী তথা সালাউদ্দীন কাদের চৌধুরীর জন্য শোক প্রস্তাব এনেছে।
এছাড়াও বিএনপির শোক প্রস্তাবে আব্দুর রহমান বিশ্বাস নামের আরও একজন রাজাকারের নাম ছিল। তাদের এই মায়া কান্না প্রমাণ করে তারা এখন কোন রাজনৈতিক দল নয় বরং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল এদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা। বিএনপির এই রাজাকার ও মানবতাবিরোধীদের পক্ষে মায়া কান্নার কারণে তাদের কোন নৈতিক অধিকার নেই স্বাধীন দেশে।
তাদের এরূপ কর্মকান্ড শুধু মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা নয় বরং ৩০ লাখ শহীদ ও ৫ লাখ নির্যাতিতা মা-বোনের দীর্ঘশ্বাসের প্রতি চরম অপমান। তাই সময় এসেছে বিএনপি-জামাত জোটকে রাজনৈতিক জোট না বলে “পাকিস্তানি এজেন্ট” দের জোট নামে সম্বোধন করা।

Leave a Reply

Your email address will not be published.